জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্যে দিয়ে মাগুরায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” ।
৭ নভেম্বর (শনিবার ) সকাল ১১ টায় শহরের নোমানী ময়দায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ জাতীয় ও সমবায় পতাকা, বেলু এবং কবুতর উড়িয়ে সমবায় দিবসের উদ্বোধন করেন। পরে মাগুরা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে আছাদুজ্জামান মিলনায়তনে সমবায় ব্যাংক লিমিটেড মাগুরার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম ।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, কেন্দ্রীয় সমবায় ব্যাংক মাগুরা শাখার সহ-সভাপতি রানা আমীর ওসমান ও রেজাউল ইসলাম । জেলা সমবায় অফিসার আব্দুল আলীম মিয়া স্বাগত বক্তব্য রাখেন । অনুষ্ঠানে সদর উপজেলায় ১৪ জন সফল সমবায়ী নারী-পুরুষদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় ।এবার জেলায় শ্রেষ্ঠ নারী সমবায়ী মোছা: সীমা আক্তার ও পুরুষ সমবায়ী হিসেবে মখলেছুর রহমান পুরুস্কৃত হন ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সমিতির দুই শতাধিক সদস্য অংশ নেয় ।