ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন পৌর নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলার ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৪০ জন প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোববার বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থী তাদের মনোনয়ন পত্র গুলি উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসারের দপ্তরে জমা দেন। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত পৌর নির্বাচন ২০২০ তফসীল অনুযায়ী ২য় ধাপের আগামী ১৬ জানুয়ারী এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার সৈয়দ আশরাফুজ্জামান্ জানান বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর ছিল পার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিনে নির্বাচনী বিধি মেনে মেয়র পদে ২জন মনোনয়ন পত্র জমা দেন। তারা হলেন আওয়ামীলিগ মনোয়ন প্রার্থী গোলাম হাসনাইন রাসেল (নৌকা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত মোঃ আব্দুল কাদের (ধানের শীষ)। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩টি পদের বিপরীতে ১০ জন, সাধারণ কাউন্সিলর ৯টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। প্রসঙ্গত নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর মনোনয়ন বাছাই, মনোনয়ন প্রত্যাহার ২৯ ডিসেম্বর, ৩০ ডিসম্বের প্রতিক বরাদ্দ ও ভোট গ্রহন ১৬ই জানুয়ারী।
মোঃ আকছেদ আলী
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি।
মোবাইল-০১৭১০-৯৮৬৪৩৫
তারিখঃ ২১/১২/২০২০ইং