বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
মঙ্গলবার (৫জানুয়ারি) সন্ধ্যায় চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, আজ দুপুর ২টায় প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছে, মওদুদ আহমেদের অবস্থার অবনতি হয়েছে। বিষয়টি মেডিকেল বোর্ড মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জমিসউদ্দিন মওদুদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে অবহিত করেছেন।
তিনি জানান, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া মওদুদ আহমদকে গত ২৯ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মওদুদ আহমদের সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত ২৯ ডিসেম্বর অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার (এপোলো) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে সেখানে সিসিইউতে চিকিৎসাধীন তিনি।