ঢাকাশনিবার , ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব সংবাদদাতা
জানুয়ারি ৫, ২০২১ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

মঙ্গলবার (৫জানুয়ারি) সন্ধ্যায় চিকিৎসকদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, আজ দুপুর ২টায় প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছে, মওদুদ আহমেদের অবস্থার অবনতি হয়েছে। বিষয়টি মেডিকেল বোর্ড মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জমিসউদ্দিন মওদুদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেনকে অবহিত করেছেন।

তিনি জানান, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া মওদুদ আহমদকে গত ২৯ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মওদুদ আহমদের সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ২৯ ডিসেম্বর অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার (এপোলো) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে সেখানে সিসিইউতে চিকিৎসাধীন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।