ময়মনসিংহ বিভাগে ৮ মাস ২৯ দিন পর করোনাবিহীন একদিন হল আজ।
করোনা সংক্রমণের পর দীর্ঘ প্রায় ৯ মাস পর প্রথমবারের মত নতুন করে সংক্রমণবিহীন একটি দিন পার করেছে ময়মনসিংহবিভাগবাসী।
অর্থাৎ আজকের এই দিনে ময়মনসিংহের কেউ নতুন করে করোনা আক্রান্ত হয়নি। জেলা সিভিল সার্জন এবিএম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান আজ বুধবার ( পিসিআর ল্যাবে ১২২ জনের করোনার নমুনা পরীক্ষার পর কারো করোনার উপস্থিতি ধরা পড়েনি। ৮ মাস ২৯ দিন পর করোনামুক্ত দিন পার করার নতুন রেকর্ড স্পর্শ হয়েছে। এর ফলে করোনার বিস্তার রোধ এবং প্রাদুর্ভাব কমে আসতে শুরু করেছে। এছাড়াও গত ৪ জানুয়ারি ১২৫ জনের নমুনায় ৪ জন এবং ৫ জানুয়ারি ১৭০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়।
ময়মনসিংহে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া যায় গত বছরের ৮ এপ্রিল। এরপর থেকে প্রতিদিনই করোনা সংক্রমণের ঘটনা ঘটনা ঘটেছে।
সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত জেলায় ৪৬ হাজার ৪৫টি নমুনা পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৪৩৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ৫০ জন সুস্থ হয়েছেন এবং ৫৩ জন মৃত্যুবরণ করেছেন। বর্তমানে ৩৩২ জন আইসোলেশনে রয়েছেন। আইসোলেশনে থাকা রোগীদেরকে সুস্থতার প্রচেষ্টা অব্যাহত রহেছে।