রায়গঞ্জ প্রতিনিধি : মুজিব বর্ষের পুলিশ নীতি জনসেবা আর সম্প্রতি এই শ্লোগানকে সামনে রেখে রায়গঞ্জে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ ইং উপলক্ষে বর্ন্যাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় থানা চত্তরে সিরাজগঞ্জ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো: ইমরান রহমান, রায়গঞ্জ উপজেলা আ:লীগের সভাপতি আব্দুল হাদি আল মাঝী জিন্নাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রায়গঞ্জ থানার ওসি মো: শহিদুল ইসলাম, মেয়র আব্দুল্লাহ পাঠান, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কে এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন রায়গঞ্জ থানার তদন্ত ওসি কমল কুমার। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুধিজন।