উল্লাপাড়া অফিস : কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার উল্লাপাড়া মডেল থানা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। উল্লাপাড়া মডেল থানা এ অনুষ্ঠানের অয়োজন করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং পরিদর্শক (তদন্ত) এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়া পুলিশ সার্কেলের এএসপি মাহফুজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম লেবু, উপজেলা পুলিশিং কমিটির আহ্বায়ক আব্দুস ছামাদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।