যুগের কথা প্রতিবেদক : উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় কেয়া হস্পিটাল এ্যন্ড ডায়গনস্টিক সেন্টারের ভ’য়া চিকিৎসকসহ ২ জনকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ওই হাসপাতালের ভূয়া চিকিৎসক খাইরুল ইসলামকে (২৯) ২ মাসের কারাদন্ড ও ওই হসপিটালের স্বত্বাধিকার শাহদাত হোসেন মাহবুবকে (৩৫) ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১২ সদস্যরা রোববার রাতে উল্লেখিত হসপিটালে অভিযান চালিয়ে ওই ভূয়া চিকিৎসককে আটক করে।
সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মওদুদ আহম্মেদ ভূয়া চিকিৎসক এবং ভূয়া চিকিৎসক দিয়ে হসপিটাল পরিচালনার অপরাধে ওই ২ জনকে উল্লেখিত জেল জরিমানার আদেশ দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবাসিক মেডিকেল অফিসার ডাঃ কে, এম আহসানুল হক, র্যাব-১২’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান, পিএসসি উপস্থিত ছিলেন।