রায়গঞ্জ প্রতিনিধি : ২০২১-২২ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচী বাস্তবায়নে রবি/২০২১-২২ মৌসুমে বিভিন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে সিরাজগঞ্জে রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
“মুজিব বর্ষের অঙ্গিকার,কৃষি হবে দূর্বার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল এগার ১১ টায় রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আঃ লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রভাষক এম আবদুল্লাহ সরকার, পবিত্র গীতা পাঠ করেন সাংবাদিক সুব্রত কুমার ঘোষ তাপস।
আলোচনা অনুষ্ঠান শেষে আজ বিভিন্ন ইউনিয়নের এক হাজার দুইশত কৃষকের মধ্যে এক কেজি করে সরিষা বীজ ও বিশ কেজি করে সার বিতরণ করা হয়। জানা যায় মোট তিন হাজার চল্লিশ জন কৃষকের মধ্যে পর্যায়ক্রমে সরিষা বীজ ও ধান বীজ সহ সার বিতরণ করা হবে।