কাজিপুর প্রতিনিধি: কাজিপুরে ২০২১-২০২২ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কাজিপুর উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী হিসেবে ৬৭০ বস্তা গো- খাদ্য বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তারই অংশ হিসেবে ২ রা নভেম্বর দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কাজিপুর এর আয়োজনে উপজেলার চরাঞ্চলের নাটুয়াপাড়া, মনসুর নগরও চরগিরিস ইউনিয়নের ১১৮ জন গো খামারি ও গবাদিপশু লালন পালন কারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা, উপসহকারি প্রকৌশলী এস এম আবু মোতালেব হোসেন, কাজিপুর গো- খামারি এসোসিয়েশন এর সভাপতি আমিনুল ইসলাম, ইউপি সদস্য টি এম জাহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ উপজেলার বন্যায় ক্ষতি গ্রস্থ বিভিন্ন ইউনিয়নের ৬৭০ টি পরিবারের মাঝে ২৫ কেজি করে প্রতি বস্তা গো- খাদ্য বিতরণ কার্যক্রম শেষ হয়েছে।