আদমদীঘি বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৪নং প্লাটফর্মে অজ্ঞাত (৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার(২নভেম্বর) সাড়ে ১২টায় রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযম বলেন, মঙ্গলবার সাড়ে ১২ টায় রেলওয়ে জংশন স্টেশনের ৪নং প্লাটফর্মের ভোজনালয় হোটেলের সামনে ব্যার্ধকজনিক কারনে অজ্ঞাত এক ভিক্ষুকের মৃত্যুহয়।
খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তার পরনে খয়েরি রংয়ের গেঙ্গি ও লুঙ্গি ছিল। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ রির্পোট লেখা পযর্ন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।