যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইসরাফিল হোসেন (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসরাফিল ওই ইউনিয়নের বিনসাড়া গ্রামের মো. আল-আমিনের ছেলে।
সগুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইলিয়াস আলী ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি জানান, ইসরাফিল তার মায়ের সঙ্গে নানার বাড়ি ঈশ্বরপুর গ্রামে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি। পরে বাড়িতে তাকে দীর্ঘসময় ধরে না দেখে খোঁজাখুঁজির শুরু করে স্বজনরা। একপর্যায়ে পুকুরটি থেকে আশঙ্কাজনক অবস্থায় ইসরাফিলকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার শিশুটির মৃত্যু হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।