যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থার আয়োজনে ৩০তম আন্তর্জাতিক এবং ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২১ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নে শিবনাথপুর পশ্চিম মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শিয়ালকোল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। আলোর প্রদীপ প্রতিবন্ধী অধিকার সংস্থা ও স্পন্দন প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ণ প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশ গ্রহণ” এবারের এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জের ফিল্ড ফ্যাসিলেলিটর মোঃ মাসুদ রানা এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জের ফিল্ড কো অর্ডিনেটর মোঃ নাজমুল হুসাইন খান।
এসময় ৪নং শিয়ালকোল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বর মোঃ মাসুদুর রহমান, সংরক্ষিত মেম্বর মোছাঃ তারাভানু, জনতা ব্যাংকের কর্মকর্তা জুয়েল রানাসহ প্রতিবন্ধী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।