নিখোঁজের তিনদিন পর পাবনা শহরের অদূরে রাজাপুর এলাকার একটি ডোবা থেকে জাহাঙ্গীর আলম (৬০) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানান, পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার জাহাঙ্গীর আলম গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
রোববার নিহতের স্ত্রী শাহানারা খাতুন এ বিষয়ে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার দুপুরে শহরের অদূরে রাজাপুর এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কের পাশের একটি ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে জাহাঙ্গীরের স্বজনেরা গিয়ে মরদেহটি জাহাঙ্গীর আলমের বলে শনাক্ত করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমনিুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধাররে পর ময়নাতদন্তের জন্য পাবনা জনোরলে হাসপাতালরে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, এক থেকে দুদনি আগে কে বা কাহারা তাঁকে হত্যার পর মরদেহ ওই ডোবায় ফেলে রেখেছিল। কারা কি কারনে হত্যা করেছে সেটি উদ্ঘাটনে তদন্ত চলছে।