গতকাল সোমবারে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্র নাথ বসাক পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে তার দলীয় পদ থেকে পদত্যাগ পত্র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার ও দপ্তর সম্পাদকের নিকট জমা দিয়েছেন। তার পদত্যাগ পত্র পাওয়ার বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার নিশ্চিত করেছেন। তার পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগ ফেসবুকে প্রচারিত হয়েছে। তার পদত্যাগের বিষয়টি তাড়াশে আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না পাওয়ার মুল কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। গত ২ ডিসেম্বর আওয়ামী লীগের মনোনয়ন বোড ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুসকে দলীয় প্রতীক নৌকার টিকিট দেয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে দেশীগাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্র নাথ বসাক তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন বলে ইতিমধ্যে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার জানান তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের মিটিং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তাছাড়া আমি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি অবগত করছি। ওই ইউনিয়নের অনেকেই জানান, জ্ঞানেন্দ্র নাথ বসাক একজন আওয়ামী লীগের ত্যাগী নেতা। তিনি দেশীগাম ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি। হয়তো দলীয় ভাবে মনোনয়ন না পাওয়ার কারণে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন।