চৌহালী প্রতিনিধি : নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী পল্লী সমাজের উদ্যেগে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমর্সূচি সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) চৌহালী ডিগ্রী সরকারি কলেজ মাঠে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকেরের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কমর্সূচির অফিসার আবু দাউদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ভাইসচেয়ারমান মল্ল্যা বাবুল আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, নূর মোহাম্মদ চৌধুরী সঞ্জু, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশিদুল হাসান,সাধারণ সম্পাদক, আব্দুল লতিফ, রোকনুজ্জামান রকন মাহমুদুল হাসান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।