সলঙ্গা প্রতিনিধি: রায়গঞ্জের সলঙ্গায় পারিবারিক কলহের জেরধরে এক স্ত্রী তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার হোরগাতি এলাকায় এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকেরিয়া হোসেন এ তথ্য জানান। নিহত শরিফুল ইসলাম শামীম (৪৫) ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে স্ত্রী শিরিন আক্তার (৩৫) পলাতক রয়েছে।
পরিদর্শক জাকেরিয়া আরও বলেন, সকালে বাজার করে বাড়িতে ফেরার পর স্ত্রীর সাথে শামীমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী শিরিন তার স্বামীকে মাথার পিছনে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
শামীম পেশায় মটরসাইকেলের মেকার। এরআগেও সে দুইটি বিয়ে করেছিল। তাদের তালাক দিয়ে সে বেলকুচির হযরত আলীর মেয়েকে বিয়ে করেন। আগের সংসারে তার দুইটি সন্তান রয়েছে। তৃতীয় স্ত্রীর সংসারেও রয়েছে আরও তিন সন্তান। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের লাশ উদ্ধার ও মামলার প্রস্তুতি চলছে।