যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধা মরিয়ম খাতুন বেলা (৬৫) নিখোঁজ হয়েছেন। তিনি ওই উপজেলার নেওয়ারগাছা গ্রামের মৃত আকছেদ আলীর স্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বৃদ্ধা বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।
স্থানীয়রা বহু খোজাখুজি করে তার কাপড় পাওয়া গেলেও তার সন্ধান মেলেনি। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোজাখুজি করে তার সন্ধ্যান না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। রাজশাহী থেকে ডুবুরি দল ওইদিন বিকেল সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান চালানো হয়।
শুক্রবার সকাল থেকে এ উদ্ধার অভিযান শুরু করে দুপুর পর্যন্ত তার সন্ধান পায়নি। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সারোয়ার হোসেন খান সাংবাদিকদের জানান, এ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।