ঢাকারবিবার , ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১৭ জন

যুগের কথা ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কাজিপুরে ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১৭ জন

৮ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথে

কাজিপুর প্রতিনিধিঃ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে কাজিপুর উপজেলার প্রার্থীদের যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে রবিবার (১২ ডিসেম্বর)। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)  উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৫৩০টি মনোনয়ন পত্র জমা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৭টি, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩২টি এবং সাধারণ সদস্য পদে ৩৮১টি।

এরইমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৮টি ইউনিয়নে বিনা ভোটে নির্বাচিত হতে চলেছেন নৌকার আট চেয়ারম্যান প্রার্থী। শনিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মজিবুল হক।

উপজেলার ৮টি ইউনিয়নে বিনা ভোটে নৌকা প্রতীকের মনোনীতরা হলেন, মাইজবাড়ী ইউনিয়নে শওকত হোসেন, গান্ধাইল ইউনিয়নে গোলাম হোসেন, শুভগাছায় গিয়াস উদ্দিন, কাজিপুরে কামরুজ্জামান, চরগিরিশে এসএম জিয়াউল হক, তেকানীতে হারুনার রশিদ, নিশ্চিন্তপুরে খাইরুল ইসলাম ও খাসরাজবাড়িতে জহুরুল ইসলাম।

যাচাই বাছাইয়ে অংশ নেবেন,

সোনামুখী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ ও সাধারণ সদস্য পদে ৪৬ জন।

চালিতাডাঙ্গায় চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ৩৬ জন।

গান্ধাইলে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ ও সাধারণ সদস্য পদে ৩৯ জন।

শুভগাছায় চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ ও সাধারণ সদস্য পদে ২৬ জন।

কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য  পদে ২৫ ও সাধারণ সদস্য পদে ৩২ জন।

চরগিরিশে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৩০ জন।

নাটুয়ারপাড়ায় চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ ও সাধারণ সদস্য পদে ২৬ জন।

তেকানীতে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ২৩ জন।

নিশ্চিন্তপুরে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ২৬ জন।

মনসুরনগরে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ৩২ জন।

মাইজবাড়িতে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৪১ জন।

খাসরাজবাড়িতে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ২৪ জন ।

কাজিপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মজিবুল হক জানান, মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিদের নাম ঘোষণা করা হবে।  আপিলেরও নিষ্পত্তি হবে। আর ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ শেষে ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ু

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।