ঢাকাসোমবার , ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি

যুগের কথা ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২১ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

প্রতিকায় সচিত্র বস্তনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক আমার সংবাদ পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহুরুল ইসলামকে প্রাণ নাশের হুমকি প্রদানসহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় শাহজাদপুর থানায় জিডি (৮১৭/২১) দায়ের হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে জীবনের নিরাপত্তা চেয়ে জিডিটি দায়ের করেন সাংবাদিক জহুরুল ইসলাম।
দায়েরকৃত জিডি সূত্রে প্রকাশ, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নে ‘নৌকার নির্বাচনী সভায় কালো কাপড়ে মুখ ও মাথা বাধা বাহিনী, ভোটারদের মধ্যে আতঙ্ক’ শিরোনামে দৈনিক আমার সংবাদ পত্রিকার অনলাইন ভার্সনে একটি বস্তুনিষ্ঠ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক জহুরুল ইসলাম। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কৈজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে দীপ খান (Dip Khan), জয়া খান (Jaya Khan), হাসান আলী ((Hasan Ali)), জুবায়ের আহমেদ (Jubawer Ahmad), ও মোঃ নজরুল ইসলাম (MD Nazrul Islam) নামীয় ফেসবুক আইডি ব্যবহার করে ও ০১৭২৪ ৮৮৮০১৩, ০১৩১৫ ৭৪০৪৬৫ মোবাইল নাম্বার থেকে পিবিআই ও সিআইডি হেডকোয়ার্টারে কর্মরতসহ অজ্ঞাত পরিচয় দিয়ে সাংবাদিক জহুরুলের ব্যাক্তিগত মোবাইল ফোন (০১৭৩৬-০৭০৫৫৩) নাম্বারে ফোন করে প্রাণ নাশের হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ ঘটনায় চরম উদ্বেগ আর উৎকন্ঠা প্রকাশ করে অনতিবিলম্বে হুমকিদাতাদের সনাক্তপূর্বক গ্রেফতারের দাবী জানানা শাহজাদপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক জহুরুল ইসলাম আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘ইতিপূর্বে কৈজুরী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা আনিয়মের সংবাদ প্রকাশিত হলে দৈনিক যুগান্তরের সাংবাদিক মুমীদুজ্জামান জাহান ও সিরাজগঞ্জ বার্তার সাংবাদিক সোনা মিয়াকেও এভাবেই হুমকি প্রদান ও মারধরের ঘটনা ঘটলেও কোন প্রতিকার না হওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে কৈজুরী ইউপি চেয়ারম্যান ও তার লোকজন।’
এ বিষয়ে শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু ও সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি চরম উদ্বেগ আর উৎকন্ঠা প্রকাশ করে অবিলম্বে হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচী নেয়ার হুশিয়ারী দেন।
অন্যদিকে, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, ‘গণমাধ্যমকর্মীকে প্রাণ নাশের হুমকি দেয়ার ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।