কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে উপজেলা আঃলীগ ও তার সহযোগী সংগঠন। বৃহস্পতিবার ভোরে কাজিপুর উপজেলা আঃলীগের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।আঃলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি দলীয় কার্যালয় থেকে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে
কাজিপুর স্বাধীনতা স্কয়ারে এসে সমবেত হয়। পরে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধুর ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আঃলীগ ও তার সহযোগী সংগঠন,মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আরচেসসহ আরও অনেক সংগঠন। পরে মাওলানা আব্দুল মোতালেব হোসেন মোনাজাত পরিচালনা করে শহীদ বীর মুক্তি যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, বীরমুক্তি যোদ্ধাগন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। উপজেলা বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, উপজেলা যুবলীগ, ছাত্র লীগ,স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।