যুগের কথা প্রতিনিধি:
সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায় মুজিববর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে বিঝয় সৌধে ৫০বার তপোধনীর মধ্য দিয়ে কর্মসুচির সুচনা করা হয়।
স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান বাজার ষ্টেশন স্বাধিনতা স্তম্ভে পুস্পস্তবক দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয় এবং প্রায় দিনভর বর্ণাঢ্য আয়োজনে কুচকাওয়াজ, আলোচনা সভা, রচনা, চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা ও মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠিত হয়। সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান ভবনে আলোকসজ্জাসহ নানা আয়োজনে এ মহান দিবস উদযাপন করা হয়েছে।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, পৌরসভা, প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদসহ সামাজিক ও সংস্কৃতিক সংগঠন বাজার ষ্টেশন স্বাধীনতা স্তম্ভে পুস্পস্তবক দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এ সময় জেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন, যুবলীগ নেতা একরামুল হক ও দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।