যুগের কথা প্রতিবেদক :
মহান বিজয়ের সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে বিজয় শোভাযাত্রা বের করা হয়।
শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রটির মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শণ করে ক্ষমতাশীন এ দলটি।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কেএম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি আবু ইউসুফ সূর্য, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সলিনা পারভীন স্বপ্না, সাধারণ সম্পাদক হাসনা হেনা, জেলা যবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে, একইভাবে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে জেলার সকল সাংগঠনিক থানায়ও এ কর্মসূচি পালন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।