যুগের কথা প্রতিবেদক : স্বাধিনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইডিপির আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও গুণিজনদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ইডিপি কার্যালয়ে ইডিপির সহ-সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সংস্কৃতিক ব্যক্তিত্ব জান্নাত আরা তালুকদার হেনরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মতিয়ার রহমান ও মনিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত নুরে আলম হীরা ও দুলাল বসাক প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইডিপির নির্বার্হী পরিচালক আবু জাফর খান টিপু।
এসময় বিভিন্ন সঙ্গিত প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও বিশিষ্ট গীতিকার হাসান আনোয়ারকে সংবর্ধনা দেয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।