বেলকুচি প্রতিনিধি : বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউপিতে ফেসবুকে সংগৃহীত অর্থে ২ শত দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে সাংবাদিক মামুন বিশ্বাসের আয়োজনে বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বেলকুচি প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক ও যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, বেলকুচি সদর ইউনিয়নের চেয়ারম্যান মীর্জা সোলেমান হোসেন, বেলকুচি ইউপি সদস্য নজরুল ইসলাম,রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য এম এ মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, আব্দুল মান্নানসহ অন্যান্য সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।