কাজিপুর প্রতিনিধি : কাজিপুর উপজেলায় প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা/ অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ সময় তিনি বলেন, অভিবাসী শ্রমিকরা যেন কোনোরূপ শোষণ, বঞ্চনা ও হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট হতে হবে। অবৈধভাবে বিদেশে যাওয়া কোন ভাবেই কাম্য নয়। আমাদের অভিবাসী কর্মীরা দেশের জন্য আয় করছেন বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স, অবদান রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে। কোন দালালের মাধ্যমে বিদেশে না গিয়ে সংশ্লিষ্ট কর্তপক্ষের মাধ্যমে যাওয়ার পরামর্শও দেন তিনি। আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, প্রধান শিক্ষক ক্ষুদিরাম কুমার শাহা, আব্দুল বাকী, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, আব্দুর রাজ্জাক রাজ মহর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,সহকারী শিক্ষক মন্ডলী, সুশীল সমাজের এক অংশ, এনজিও প্রতিনিধিবৃন্দ।