যুগের কথা প্রতিবেদক : বিকল্প কর্মসংস্থান না করে ৪০ লক্ষ ব্যাটারী চালিত ইজিবাইক বন্ধের ঘোষণা অমাণবিক, এ অন্যায় সিদ্ধান্ত বাতিল করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ৬ দফা দাবীতে সিরাজগঞ্জে শহরে প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যাটারি চালিত ইজিবাইক শ্রমিক মালিক সংগ্রাম কমিটি আহবায়ক নব কুমারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইজিবাইক শ্রমিক মালিক সংগ্রাম কমিটির যুগ্ন-আহবায়ক রাজু আহমেদ, সদস্য সচিব আব্দুল করিম সহ অন্যান্যরা।
উক্ত মানববন্ধন ও সমাবেশে বক্তাগণ বলেন, ব্যাটারি চালিত ইজিবাইক শ্রমিক মালিক সংগ্রাম কমিটি বর্তমান সরকারের নিকট গত দশ বছর যাবত ইজিবাইকের লাইসেন্স ও রোড পারমিটের জন্য আবেদন করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে এ সংশ্লিষ্ট দপ্তরকে একটি নীতিমালা প্রণয়ের জন্য নির্দেশ দেন। এই নির্দেশ অনুযায়ী কর্তৃপক্ষ ২০২১ নীতিমালার একটি খসড়া প্রস্তাবনা ইতোমধ্যে তৈরী করেন। কিন্তু গত ১৯ সেপ্টেম্বর সংসদে তা প্রেরণ করেন হলে বাঘ ইকো নামের একটি গাড়ি কোম্পানি তাদের তৈরি গাড়ির ব্যবসা করের লক্ষ্য হাইকোর্টে রিট করেন এবং ইজিবাইক সম্পর্কে কোর্ট কে ভুল বুঝিয়ে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন। যার ফলে ৪৫ লক্ষ্য ইজিবাইক আজ হুমকীর মুখে পড়েছে বলে জানান বক্তাগন।