যুগের কথা প্রতিবেদক :
চাচার মৃত্যুর খবর শুনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী সাইদুল ইসলাম মারা গেছেন।
শনিবার (২৫ ডিসেম্বর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মেম্বর প্রার্থী সাইদুল নরিনা ইউনিয়নের নরিনা গ্রামের মৃত আজিজুল হক সরদারের ছেলে।
নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক জানান, আজ ভোরে চাচা ছোরমান সরদার (৭৫)’র মৃত্যু খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন সাইদুল। তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। সাইদুল ইসলাম নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীকে লড়ছিলেন। তিনি সম্ভাবনাময় প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, চতুর্থ ধাপে আগামীকাল ২৬ ডিসেম্বর রবিবার সিরাজগঞ্জের তিনটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।