ঢাকাসোমবার , ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট গ্রহণ চলছে গণনা

যুগের কথা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক :

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের ৩টি উপজেলার ২১টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শেষে চলছে গণনা।

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরুর পর শেষ হয়েছে বিকাল ৪টায়।

 

সকাল থেকে ভোটগ্রহণের শুরুতেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের পরিপূর্ণ উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে বেশিরভাগ কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি ছিল।

এছাড়া সকাল থেলে কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করেন আনসার ও পুলিশ সদস্যরা, পাশাপাশি একাধিক জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের টহল দল দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,চতুর্থ ধাপে সিরাজগঞ্জের কামারখন্দ, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ২১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

যারমধ্যে দুটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হওয়ায় ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭২ জন, ২১ টি ইউনিয়নে সংরক্ষিত আসনের সদস্য পদে ২৭৯ জন ও সাধারণ সদস্য পদে ৭৭৫ জন প্রার্থী নির্বাচন করেন।

তিনটি উপজেলার ২৫৪টি ভোটকেন্দ্রে চার লক্ষ আটানব্বই হাজার দুই শত বিশ (৪,৯৮,২২০) জন ভোটার তাদের ভোট প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।