ঢাকামঙ্গলবার , ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে বর্নাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৪প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুগের কথা ডেস্ক
জানুয়ারি ৪, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

এস এম মাসুদ রানা বিরামপুর (প্রতিনিধি)- দিনাজপুর বিরামপুর উপজেলা বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের করা হয় একটি বর্নাঢ্য র‌্যালী।

র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঢাকা মোড়বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এসে শেষ হয়। এরপর দলীয় জাতীয় পতাকা উত্তোলন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতৃবৃন্দ।

কেক কাটা ও আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু। প্রধান বক্তা ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।

। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরের মুক্ত মঞ্চে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগ’র ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রধান বক্তা হিসেবে পৌর মেয়র বলেন ,বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে মুক্তির সনদ হিসেবে এই দাবিকে প্রতিষ্ঠা করে।

এরপর ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।