বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (০৪ই জানুয়ারি) দলের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বিরামপুর ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল র্যালী ও শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘাযু কামনায় দোয়া মাহফিল, বঙ্গবন্ধু মুরালে পুস্কস্তবক অর্পণ ও কেক কাটা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজুর সাথে কেক কাটেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: শাহরিয়ার ফেরদৌস হিমেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নারুগোপাল কুন্ডু, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম, ছাত্রলীগ নেতা পলাশ, জিয়া আনসারি প্রমূখ।