ঢাকামঙ্গলবার , ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে জমির মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন

যুগের কথা ডেস্ক
জানুয়ারি ৪, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ জেলার প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের ০৮ টি মৌজার ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণের মূল্য পরিশোধ না করেই প্রকৃত মালিকদের উচ্ছেদ করায় মানববন্ধন করে ক্ষতিগ্রস্থ জমি মালিকরা। মঙ্গলবার দুপুরের দিকে পৌর এলাকার চান্দালী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য রাখেন, এস এম মনজুর রহমান, এসএম মনিরুজ্জামান মনি, আব্দুল জব্বার, বাসদ নেতা নব কুমার কর্মকার, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন তারা, গোলাম রসূল প্রমূখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেয়া হয়। ন্যায্য মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে আন্দোলনকারীরা। তবে এ বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও জেলা প্রশাসনের কেউই কথা বলতে রাজি হয়নি। গত ৪ বছর ধরে আন্দোলন চললেও তার কোন সুরাহা না হওয়ায় আবারো আন্দোলনে নেমেছে ক্ষতিগ্রস্থরা।

সিরাজগঞ্জ শহর রক্ষায় পাইলট প্রজেক্ট হিসেবে ২০১৪ সালে মালশাপাড়া এলাকায় ক্রসবার ৩ এবং ক্রসবার ৪ এর কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। সে সময় এই অঞ্চলের জমির মালিকদের কোন প্রকার মূল্য পরিশোধ না করেই কাজটি করে পানি উন্নয়ন বোর্ড।

আর পানি উন্নয়ন বোর্ডের এ কাজের কারনে কয়েক হাজার একর জমি পুনরুদ্ধার হয়। পরবর্তীতে সরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য জেগে উঠা জমিতে নতুন প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেয়। অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে একটি এলাকা তথা দেশের উন্নয়ন ঘটে। কিন্ত, সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে উন্নয়নের নামে সাধারণ জনগণের জমি অধিগ্রহণ করা হলেও এসব জমির কোন মূল্য জমির মালিকদের পরিশোধ করা হয়নি। এতে করে সাধারণ জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনতিবিলম্বে ০৮ টি মৌজার অধিগ্রহণকৃত জমির মূল্য জমির মালিকদের পরিশোধ করা না হলে জমিতে কোন কাজ করতে দেয়া হবেনা বলে জানান ক্ষতিগ্রস্থরা। আর এ জন্যই তারা পথে নেমে আন্দোলন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটে। আর সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে জনগণের জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু এখনও জমির মালিকদের নায্যমূল্য পরিশোধ করা হয়নি। এ বিষয়ে বারবার জমির মূল্য পরিশোধের দাবি করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন ব্যবস্থা নেয়নি। অথচ জমি ঘিরে কাটা তারের বেড়া দেয়া হচ্ছে। এ জমির মূল্য না পাওয়ায় জমি মালিকেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধ করা না হলে বাধাঁ সৃষ্টি করা হতে পারে।

আর স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, বিগত ৪ বছর ধরে আন্দোলন চলছে। সরকার কোন ব্যবস্থাই নিচ্ছেনা। আগামী ১০ দিনের মধ্যে কোন ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচী দেবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, সরকারী হিসাব অনুযায়ী ৮টি মৌজার ১০৮১.৭০ একর জমি অধিগ্রহণ করেছে। যার মূল্য বাবদ একহাজার পচানবক্ষই কোটি উনচল্লিশ লক্ষ এগার হাজার দুইশত ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।