ঢাকামঙ্গলবার , ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের ১৮টি ইউপি ভোট গ্রহণ আজ

যুগের কথা ডেস্ক
জানুয়ারি ৪, ২০২২ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক : পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আজ সিরাজগঞ্জের ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ও কাওয়াকোলা ইউনিয়ন, তাড়াশ উপজেলার তালম, সগুনা, মাগুড়াবিনোদ, দেশীগ্রাম ইউনিয়ন এবং কাজিপুর উপজেলার সোনামুখী, চালিতাডাঙ্গা, গান্ধাইল, শুভগাছা, কাজিপুর, মাইজবাড়ি, খাসরাজবাড়ী, চরগিরিশ, নাটুয়ারপাড়া, তেকানী নিশ্চিন্তপুর মুনসুরনগর ইউনিয়ন ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সদর উপজেলার মেছড়ায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন, জাহাঙ্গীর আলম (চশমা), আলামিন সরকার (মোটরসাইকেল), মাহবুবুর রহমান (হাতপাখা), গোলাম মোস্তফা তালুকদার (আনারস), আব্দুল মজিদ (নৌকা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ ইউপি সদস্য ২৫ জন এবং ০৩ টি সংরক্ষিত নারী আসনে ১২ জন ইউপি সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেছড়া ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১১টি। মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫০৬টি, পুরুষ ভোটার ৭৬৪৬ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৭৮৬০ জন।
কাওয়াকোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন, মোহাম্মদ শফিকুল ইসলাম (নৌকা), শাহাদত তালুকদার ঠান্ডু (আনারস), জিয়াউর রহমান জিয়া (চশমা) এবং আব্দুস সামাদ সায়েম (মোটরসাইকেল) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ ইউপি সদস্য ২৭ জন এবং ০৩টি সংরক্ষিত নারী আসন ১১ জন ইউপি সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাওয়াকোলা ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ০৯টি। মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৬২টি, পুরুষ ভোটার ৬১৬৪ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৬৭৯৮ জন। এই ইউনিয়নে ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তাড়াশ উপজেলা তালম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আব্দুল খালেক (নৌকা), জয়নাল আবেদীন (আনারস), আব্দুল মতিন (ঘোড়া), নজরুল ইসলাম (হাতপাখা), ইদ্রিস আলী (গোলাপফুল) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাগুড়াবিনোদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেহেদী হাসান ম্যাগনেট (নৌকা), আব্দুল হালিম শিপন মীর (চশমা), শফিকুল ইসলাম ইসলাম (ঘোড়া) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সগুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নজরুল ইসলাম চৌধুরী (নৌকা), জুলফিকার আলী ভুট্টু (আনারস), আব্দুল হালিম মন্ডল (চশ্চমা), টি এম আব্দুল্লাহেল বাকী (মোটরসাইকেল), সেরাজুল ইসলাম (ঘোড়া) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আব্দুল কুদ্দুস (নৌকা), জ্ঞানেন্দ্র নাথ বসাক (আনারস), সাইফুজ্জামান (হাতপাখা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও সাধারণ ইউপি সদস্য পদে ১৪২ জন এবং সংরক্ষিত নারী আসন ৪৯ জন ইউপি সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাড়াশের চারটি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডে ৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩৭ টি কেন্দ্রে মোট ৬৯ হাজার ৫২৩ জন নারী-পুরুষ নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। তালম ইউনিয়ন পুরুষ ভোটার সংখ্যা ৮ হাজার ৫০১ জন, নারী ভোটার ৮ হাজার ৭৫৬ জন, সগুনা ই্উনিয়ন পুরুষ ভোটার ৯ হাজার ৩০ জন আর নারী ভোটার ৮ হাজার ৮৯৮ জন। মাগুড়াবিনাদ ইউনিয়ন পুরুষ ভোটার ৯ হাজার ৮৮ জন, নারী ভোটার ৮ হাজার ৮৫১ জন এবং দেশীগ্রাম ইউনিয়ন পুরুষ ভোটার ৭ হাজার ৯৯৫ জন এবং নারী ভোটার ৮ হাজার ৪০৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
কাজিপুর উপজেলায় ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। শুধু মুনসুরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক রাজমহর (নৌকা) খলিল মুন্সি (ঘোড়া) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১২টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৫৩০টি মনোনয়ন পত্র জমা হয়েছিল। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৭টি, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩২টি এবং সাধারণ সদস্য পদে ৩৮১টি। এরই মধ্যে চেয়ারম্যান পদে ১১জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন ও সাধারণ সদস্য পদে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১২টি ইউনিয়নে মোট ২ লাখ ৮ হাজার ৭৪২ জন ভোটার ভোট দেবেন। সাধারণ ওয়ার্ডে ১০৮টি এর মধ্যে ১০৪ টিতে, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৩৬ টির মধ্যে ৩৫টিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে কাজিপুরে পুরুষ ১ লাখ ১ হাজার ৮৫৯ জন ও মহিলা ১ লাখ ৬ হাজার ৮৮৩ জন ভোটার রয়েছে । ১২৬টি কেন্দ্রের বুথ সংখ্যা ৬৫০টি। অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ১ টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৬১ টি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জেলার ১৮টি ইউনিয়নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চার স্তরে নিরাপত্তা বেষ্টনী বলয় সৃষ্টি করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।