যুগের কথা প্রতিবেদক : শীত উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জে তিনটি উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
বুধবার (৫ জানুয়ার) সকাল ৮টা থেকে শুরু হওয়া তিন উপজেলার ১৮টি ইউনিয়নের সদরে ৫টি, কাজীপুরে ১২টি ও তাড়াশে ৪টি ইউপিতে ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সরেজমিনের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, কুয়াশাচ্ছন্ন ভোরে লাইন ধরে ভোট দিচ্ছেন ভোটাররা। শুরুতে নারী ভোটারের উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। নির্বাচনের মাঠে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।
সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানাযায়, পঞ্চম ধাপে সিরাজগঞ্জের ১৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের ১১টিতেই চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাধারণ সদস্য পদে ৫৪৮ জন, সংরক্ষিত নারী আসনে ১৯৩ জন ইউপি সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে কাওয়াকোলায় একজন সাধারন সদস্য প্রার্থী, কাজিপুরে ৪ জন সাধারণ সদস্য প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এই ১৮টি ইউনিয়নের ১৮৩ টি কেন্দ্রে (সদর ২০টি + তাড়াশ ৩৭টি + কাজিপুর ১২৬টি) মোট ৩,০৬,৮৩৩ জন (সদর ২৮৫৬৮+ তাড়াশ ৬৯,৫২৩+ কাজিপুর ২,০৮,৭৪২) ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মাঝে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ২৮৩ জন (সদর ১৩৮১০+ তাড়াশ ৩৪,৬১৪+ কাজিপুর ১,০১,৮৫৯) এবং
মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৫০জন (সদর ১৪৭৫৮+ তাড়াশ ৩৪৯০৯+ কাজিপুর ১,০৬,৮৮৩)।