ঢাকামঙ্গলবার , ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেছড়া ইউনিয়নে প্রকৃত ফলাফল ঘোষণা করার দাবীতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

যুগের কথা ডেস্ক
জানুয়ারি ৭, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক  :
সিরাজগঞ্জ সদর উপজেলার ৭নং মেছড়া ইউনিয়নের প্রকৃত ফলাফল ঘোষণা করার দাবীতে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (চশমা) সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (৭ জানুয়ারী ২০২২) সকাল ১০টায় সিরাজগঞ্জ কালীবাড়িস্থ এ সংবাদ সম্মেলন করেন। লিখিত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, ৫ জানুয়ারী ২০২২ইং তারিখে অনুষ্ঠিত মেছড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতিকে নির্বাচনে অংশগ্রহণ করি। নির্বাচনে ৮নং ওয়ার্ডের কেন্দ্র তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যতিত সকল কেন্দ্রে ফলাফল সঠিক এবং স্বয়ংসম্পূর্ণ রয়েছে। তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার বাগবাটি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো: এশারত আলী দাখিলকৃত ফলাফল ও প্রার্থীও এজেন্টদের ফলাফলে গড়মিল রয়েছে। গড়মিলের বিষয়ে ৫ জানুয়ারী গভীর রাতেই রিটানিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার বরাবর আমি সহ মোটসাইকেল প্রতিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন সরকার লিখিতভাবে অভিযোগ দাখিল করি।

তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ৮নং তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সর্বশেষ ফলাফল, প্রিজাইডিং অফিসার এশারত আলী সহ সকল সহকারি প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে মোট গ্রহণের সংখ্যা ১৭৮০ উল্লেখ্য করেন। এতে হাতপাখা প্রতীক ৫৯, নৌকা প্রতীক ১৮৫, মোটরসাইকেল প্রতীক ১০৩২, আনারস প্রতীক ৬৯, চশমা প্রতীক ৪২৯ এবং বাতিলকৃত ভোটে সংখ্যা ৬টি একটি ফলাফলের সিট কেন্দ্রের প্রার্থীর এজেন্টদের কাছে হস্তান্তর করেন। ফলাফল প্রস্তুত শেষে কেন্দ্রে উম্মুক্ত স্থানে ফলাফল টাঙ্গানো কথা থাকলেও প্রিজাইডিং অফিসার পরিকল্পিতভাবে ফলাফল না টাঙ্গিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাচনী কন্ট্রোল রুমে দিকে চলে আসেন। রাত্রী ৯টায় সিরাজগঞ্জ সদর উপজেলা চত্বরে আসলেও নির্বাচনী কন্ট্রোল রুমে দিকে না গিয়ে অন্যত্র সটকে পড়েন। রাত্রী ১.১৫ মিনিটে বিলম্বে উপস্থিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেনি। রাত্রী ২.৩০ মিনিটে তেঘরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তার কাছে ফলাফল হস্তান্তর করেন। হস্তান্তরকৃত ফলাফলে নৌকা প্রতীকে ৭৭৭, চশমা ৪২৯, আনারস ০৯, হাতপাখা ৩০, মোটরসাইকেল ১০৩২ এবং ৬টি ভোট বাতিল দেখানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী কন্ট্রোল রুমে তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের এজেন্টদের নিকট ফলাফল ও প্রিজাইডিং অফিসারের ফলাফল গড়মিলের কারণে রিটানিং অফিসার মোহাম্মদ আজিজার রহমান ৬ জানুয়ারী বিকেল ৩টায় নির্বাচনী কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেন। ৬ জানুয়ারী বিকেল ৩টায় নির্বাচনী কন্ট্রোল রুম থেকে রিটানিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আজিজার রহমান ৮নং তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র ব্যতিত সকল কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। এবং তেঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণা ব্যাপারে রিটানিং কর্মকর্তা জানান, ফলাফল গড়মিল থাকার কারণে ৮নং কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে না। প্রধান নির্বাচন কমিশন থেকে এব্যাপারে সিদ্ধান্ত আসলে ৮নং কেন্দ্রের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যদের ফলাফল ঘোষণা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।