ঢাকামঙ্গলবার , ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চলমান নির্বাচন নিয়ে অসন্তুষ্ট হওয়ার প্রকাশটাই বেশী : মাহবুব তালুকদার

যুগের কথা ডেস্ক
জানুয়ারি ১১, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শাহজাদপুর প্রতিনিধি : চলমান নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট আবার অসন্তুষ্ট। আমার সন্তুষ্ট হবার প্রকাশ খুব কম। অসন্তুষ্ট হওয়ার প্রকাশটাই বিভিন্ন সময়ে বেশী।

আমি অসন্তুষ্ট কেন যারা নির্বাচন সংশ্লিষ্ট তারা যদি অনুধাবন করতে পারেন তাহলে আমার অসন্তুষ্ট হওয়াটার একটা যোগ্যতা থাকে। আগামী ১৬ জানুয়ারি নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও আইনানুগ হয় সেটা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রচেষ্টা চালাচ্ছি। নারায়নগঞ্জ সিটি নির্বাচন শেষ নির্বাচন। ওই নির্বাচন আমি নিজে পরিদর্শন করব’।

গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম ২০২২ শুভ উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এক প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি আরও বলেন, সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে যে সব এলাকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সে সব এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী দিনে যারা নতুন নির্বাচন কমিশনার হিসাবে আসবেন তারা পরবর্তী নির্বাচন সুষ্ঠ করতে জেলা উপজেলা পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্টদের আরো বেশী প্রশিক্ষণের ব্যবস্থা নিবেন।’

সাংবাদিকদের সাথে কথা বলার আগে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহামুদ খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠান শেষে মাহবুব তালুকদার রবীন্দ্র কাছারি বাড়ি ও জাদুঘর এবং সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।