যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ শহরের অন্যতম শ্রেষ্ঠ সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ বাউল শিল্পী গোষ্ঠীর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে গোষ্ঠীর কালীবাড়ী বাজার সংলগ্ন নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিরাজগঞ্জ বাউল শিল্পী গোষ্ঠীর সভাপতি সঞ্জীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার হিসাব রক্ষণ কর্মকর্তা বাউল শিল্পী আব্দুল হান্নান, স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ তাজ উদ্দিন, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আব্দুল মতিন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মুরাদ প্রমূখ। পরে বাউল গানের আসর বসে। আনন্দ অনুষ্ঠানের পর অতিথিদের আমায় করা হয়।