যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কওমী জুট মিলস্ হাই স্কুল মাঠে শুরু হয়েছে মাসব্যাপী হকি প্রশিক্ষণ। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে এই হকি প্রশিক্ষণের উদ্বোধন ও ক্রীড়া সামগ্রী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা।
এসময় কওমী জুট মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন,বীর- মুক্তিযোদ্ধা মোঃ কোরবান আলী, শারীরিক শিক্ষক হাসান মোঃ জাহিদ হকবাল,হকি কোচ পারভেজ হাসান পাপ্পু উপস্থিত ছিলেন।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করেছে সিরাজগঞ্জ জেল ক্রীড়া অফিস এবং সহযোগিতার কওমী জুট মিলস্ হাই স্কুল।
৩০ জন বালক এই প্রশিক্ষণে অংশ নিয়েছে। এই প্রশিক্ষণ উপলক্ষ্যে খেলোয়াড়দের মাঝে হকিস্টিক, বল, জার্সি বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।