যুগের কথা প্রতিবেদক : সিরাজগহ্জ শহরের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অর্থ আত্মসাতের অভিযোগে এখন শ্রী ঘরে।
হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্থআত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গত ১২ জানুয়ারী ২০২২ইং তারিখে হাজিরা দিয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামুঞ্জুর করে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে কারাগারে প্রেরণ করে।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ২০২১ইং তারিখে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান মাহমুদ হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রধান শিক্ষক থাকাকালীন বিদ্যালয়ের ১৩ লক্ষ ৪৭ হাজার ৮৩৫ টাকা বিভিন্ন উপায়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
উক্ত মামলায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত অর্থ আত্মসাতের অভিযোগে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেনকে কারাগারে প্রেরণ করে।