বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : প্রতিষ্ঠার দেড় বছরের মধ্যে এক হাজার জনকে রক্ত প্রদান এবং ৮ হাজার রক্ত দাতা সংগ্রহ উপলক্ষ্যে বিরামপুর ব্লাড ব্যাংকের আলোচনা সভায় প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক এই সংগঠনকে এক লাখ টাকা প্রদান করে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
বিরামপুর সরকারি কলেজ হলরুমে অধ্যক্ষ ফরহাদ হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার (১৮ জানু:) সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কু-ু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুররহমান, ব্লাড ব্যাংকের এডমিন প্রিন্স প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।