যুগের কথা প্রতিবেদক: সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে জোড়া মাথা আলাদা করা শিশু রাবেয়ার।
শনিবার দুপুরের অস্ত্র পাচার পরবর্তী ফলোআপ হিসেবে রাবেয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এসময় অপারেশন ফ্রিডম টিমের প্রধান হাঙ্গেরির চিকিৎসক প্রেটি গ্রেড সহ শেখ হাসিনা বার্ণ এ্যান্ড সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথমে রাবেয়ার সিটি স্কান করানো হয় পরে অন্যান্য পরীক্ষা করা হয়।
এসময় রাবেয়া ও রোকাইয়ার বাবা রফিকুল ইসলাম জানান অস্ত্র পাচারের পর রাবেয়া সুস্থ হলেও রোকাইয়া এখনো অসুস্থ রয়েছে। তিনি রোকাইয়ার জন্য সকলের দোয়া কামনা করেছেন। আর পরীক্ষা নিরীক্ষা শেষে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডাঃ জাহিদুল ইসলাম জানান পরীক্ষায রাবের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে পাওয়া গেছে আর অপারেশন ফ্রিডম টিমের সদস্য শেখা হাসিনা বার্ন এ্যান্ড সার্জারি ইনস্টিটিউটের সহকারি পরিচালক ডাঃ ইমাম হোসেন জানান অপারেশন ফ্রিডম খুবই জটিল একটি প্রক্রিয়া ছিলো ৪৮ টি অস্ত্র পাচারের মাধ্যমে দুই বোন কে ফ্রিডম করা হয়েছে। রোকাইয়ার শরিরের অবস্থা একটু কিটিক্যাল,তার রিহাবিলেশন করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী তার রিহেবিলেশন করতে বলে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় রোকাইয়ার রিহেবিলেশনের কাজ করছি,একটু সময় লাগবে। এশিয়া মহাদেশের মধ্যে প্রথম এটি একটি সফল অস্ত্রপাচার আমরা এটি নিয়মিত পর্যবেক্ষন করছি। এসময় সিরাজগঞ্জ স্বাচিবের সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ ২০১৬ সালে জুন মাসে পাবনা জেলার চাটমোহরের রফিকুল ইসলাম ও তাসলিমার কোল জুড়ে আসে রাবেয়া ও রোকাইয়া নামে মাথা জোড়া লাগানো দুই জমজ শিশুর। জন্মের পর থেকো সন্তান দুটি কে নিয়ে দুশ্চিন্তায় পরে বাবা মা। পরে প্রধানমন্ত্রীর নির্দশনায় বাংলাদেশ ও হাঙ্গেরি দুই দেশের চিকিৎসকদের সমন্ময়ে অপারেশন ফ্রিডম নামে একটি টিম করা হয়। সারে তিন বছর হাঙ্গেরি এবং বাংলাদেশে তাদের ৪৮ টি অপারেশন করা হয়। সবশেষ বাংলাদেশের ২০১৯ সালের আগষ্ট মাসে একটানা ৩৩ ঘন্টা অপারেশন করে দুই বোনের মাথা আলাদা করা হয়। মাথা আলাদা করার পরে দুই বোনই জীবিত রয়েছে। এটি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং সফল অস্ত্র পাচার বলে দাবি চিকিৎসকদের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।