শাহিন রেজা :
এসোসিয়েশন ফর ল্যান্ড রফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর আয়োজনে,ভূমি অধিকার,কৃষি জমি,জলাশয় এবং পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ে তিন দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।
গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) ঢাকা মোহাম্মদপুর ইকবাল রোডে ওয়াইডাব্লিউসিএ এর হলরুমে নিবন্ধন পরিচিতি ও উপস্থাপন এর মধ্যে দিয়ে এ কর্মশালা শুরু হয় এবং ৩ ফেব্রুয়ারী কর্মশালা পর্যালোচনা ও সাটিফিকেট বিতরণ শেষে সমাপনী চা চক্রের মধ্যে দিয়ে বিকেল ৫টায় এ কর্মশালা সমাপ্ত ঘোষণা করা করা হয়।
এ কর্মশালায় ঢাকা সহ সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ২৬জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালার ১/প্রথম দিবসে সকাল ৯টায় এএলআরডি-র নির্বাহী পরিচালক শামসুল হুদা অনলাইনে যুক্ত হয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এবং কৃষি জমি,জলাধার, নদী,পাহাড়,বনের জবরদখল ও মহালুটপাট প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন।
একই দিনে, ২/ভূমি সংস্কার অধ্যাদেশ ১৯৭২ ও ১৮৪ এবং খাস জমি ব্যবস্থাপনা নীতিমালায় দরিদ্র ও প্রান্তিক মানুষের অধিকার বাস্তবতা নিয়ে আলোচনা করেন এএলআরডি-র কর্মসূচী কর্মকর্তা (প্রশিক্ষণ) মির্জা আজিম হায়দার।
৩/নদী,জলাধার, বন,পাহাড় রক্ষায় পরিবেশ আন্দোলন কর্মীদের ভুমিকা ও গণমাধ্যামের সহযোগিতা নিয়ে আলোচনা করেন (বেলা এর প্রধান নির্বাহী) সৈয়দ রিজওয়ান হাসান।
দ্বিতীয় দিবসে,১/ ভূমি রেজিষ্ট্রেশন,মিউটেশন,খাজনা পরিশোধ স্বচ্ছতার অভাব অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে আলোচনা করেন এএলআরডি-র কর্মসূচী কর্মকর্তা (প্রশিক্ষণ) মির্জা আজিম হায়দার।
২/কর্মস্থলে,গৃহে ও গণপরিবহনে নারী ও কিশোরদের নিরাপত্তার প্রশ্ন অপরাধ তদন্ত অবহেলা,বিচার বিলম্বিত করার সংস্কৃতি,প্রতিকারের উপায় ও গণমাধ্যমের করনীয় নিয়ে আলোচনা করেন (বাংলাদেশের নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি) নাসিমুন আরা মিনু।
৩/ সংখ্যালঘু,নারী ও আদিবাসীদের প্রতি সহিংস আচারণ,অধিকার লংঘনের প্রধান কারণ সম্পত্তি দখল,ক্ষেত্র বিশেষে আইন শৃংখলা কর্তৃপক্ষের ব্যর্থতা ও উদাসীনতা নিয়ে আলোচনা করেন (সমকাল এর নির্বাহী সম্পাদক) আবু সাইদ খান।
৪/ কৃষি জমি,জলাশয় রক্ষায় গণমাধ্যমের ভূমিকা: অর্জন,চ্যালেঞ্জ ও করণী নিয়ে আলোচনা করেন এএলআরডি-র কর্মসূচী কর্মকর্তা (প্রশিক্ষণ) মির্জা আজিম হায়দার।
তৃতীয় দিবসে,১/ ভূমিতে আদিবাসী, নারী,সংখ্যালঘু,চা বাগানের শ্রমিক ও প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের অনুসন্ধানী ও সচিত্র প্রতিবেদনের গুরুত্ব : তা করার জন্য পেশাগত প্রস্তুতি ও করনীয় সম্পর্কে আলোচনা করেন (সেড এর নির্বাহী পরিচালক) ফিলিপ গাইন।
২/ গণমাধ্যম ও কৃষিসহ অন্যন্য পেশায় নারীর সফল উপস্থিতি বনাম নারী বিরোধী সহিংসতার ক্রমবৃদ্ধির প্রবণতা নিয়ে আলোচনা করেন (এটিএন নিউজ এর বার্তা সম্পাদক নাদিরা কিরন)
৩/ ভূমি জরিপ ও ভুক্তভোগীদের করণীয়: জমি-জমার কাগজপত্র,পরিভাষা পরিচিতি,নদী,পাহাড়,জলাধার,বনের জমি ব্যক্তি নামে রেকর্ড করার জালিয়াতি রোধে করণীয় সম্পকে আলোচনা করেন এএলআরডি-র কর্মসূচী কর্মকর্তা (প্রশিক্ষণ) মির্জা আজিম হায়দার।
৪/ভূমি অধিকার,কৃষি জমি,জলাশয় এবং পরিবেশ সুরক্ষায় সরকার এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন (এনজিও বিষয়ক ব্যুরো উপ-সচিব এবং উপ পরিচালক) মো: আনোয়ার হোসেন।
দিনব্যাপী গণমাধ্যমের ভূমিকা ওরিয়েন্টেশন কর্মশালায় দৈনিক নবচেতনার সিরাজগঞ্জ প্রতিনিধি শাহীন শেখ, বাংলা ৭১ এর সিরাজগঞ্জ প্রতিনিধি ইমরান হোসাইন , আজকের পরিবর্তনের বরিশাল প্রতিনিধি খন্দকার মনিরুল আলম, আজকের পত্রিকার দোয়ারা বাজার, সুনামগঞ্জ প্রতিনিধি আশিস রহমান, সুনামগঞ্জ কণ্ঠের মাহবুবা বেগম, সমকালের বানারপাড়া, গাইবান্ধা প্রতিনিধি আসাদ খন্দকার, দৈনিক মুক্ত বার্তার গাইবান্ধা প্রতিনিধি মিমি সরকার, দৈনিক সমাচারের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুন, ঢাকা পোস্টের শেরপুর জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, দৈনিক সংবাদের মাধবী কুজর, আজকের কাগজের ময়মনসিংহ প্রতিনিধি মারুফা জাহান, ঢাকা ট্রিবিউনের কুষ্টিয়া প্রতিনিধি কুদরত এ খুদা, জিটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি ইমদাদুল ইসলাম ভুট্টো, চ্যানেল ২৪ এর ময়না খাতুন, মানব বার্তার পার্বতীপুর প্রতিনিধি মুক্তা আরা পারভীন, ঢাকা পোস্টের ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুল হক, ডেইলি উত্তর কণ্ঠের বগুড়া প্রতিনিধি রেজাউল করিম, বাংলাদেশ টুডের বগুড়া প্রতিনিধি শামীমা আক্তার ও মোহনা টিভির শারমিন স্বর্ণা উপস্থিত ছিলেন।