যুগের কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২৯ লিটার দেশীয় চোলাই মদসহ মো. নুর হোসেন (৬৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া অফিসার মেজর এম রিফাত-বিন আসাদ।
আটককৃত মো. নুর হোসেন সলঙ্গা থানার শিমলা গ্রামের মৃত কাদের আলীর ছেলে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে র্যাব-১২’র চৌকষ দল সলঙ্গা থানার চৈত্রহাটি গ্রামের সুতাহাটি বাজারে অভিযান চালিয়ে নুর হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৯ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এবং মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।