যুগের কথা প্রতিবেদক:
জেলা প্রশাসনের মাধ্যমে দেশব্যাপী এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষন ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কীত জনপ্রশাসন মন্ত্রানলয়ের কলো আদেশ বাতিলের দাবিতে সিরাজগঞ্জে প্রকৌশলীদের মানববন্ধন ও প্রতিবাদ
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় অংশ হিসেবে আইইবি সিরাজগঞ্জ শাখার উদ্দ্যোগে শহরের বাজার ষ্টেশন পৌর মুক্তমঞ্চে সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী এক কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে তত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক পিজিসিএল জিএম মোঃ ফজলে আলম, ডিজিএম মাহিবুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম মিয়া, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, সওজ নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত ডিসি
সন্মেলনে বিতর্কীত ও অযৌক্তিক ওই দাবিটি পরিকল্পনামন্ত্রী নাকচ করে দেন।
সন্মেলনে বিতর্কীত ও অযৌক্তিক ওই দাবিটি পরিকল্পনামন্ত্রী নাকচ করে দেন।
উন্নয়ন বিরোধী ওই দাবিটি এরপর কৌশলে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যোগসাজসে
জারীকৃত পত্রে আদেশের মাধ্যমে ডিসিদের দিয়ে বাস্তবায়নের গভীর চক্রান্ত চলছে।
জারীকৃত পত্রে আদেশের মাধ্যমে ডিসিদের দিয়ে বাস্তবায়নের গভীর চক্রান্ত চলছে।
অবিলম্বে এটি বাতিলে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
অন্যথায়, দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
অন্যথায়, দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।