কাজিপুর প্রতিনিধি : বাংলাদেশ আঃলীগের তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বেগবান করতে আগামী ২৩ ফেব্রুয়ারি উপজেলা আ.লীগের ত্রি- বার্ষিকী কাউন্সিল কে সফল করার লক্ষ্যে কাজিপুরে পৌর আঃলীগের বিশেষ প্রস্ততিমুলক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাজিপুর পৌর আঃলীগের আয়োজনে পৌরসভার চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর আঃলীগের সভাপতি গোলাম মোস্তফা মধু তালুকদার।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমা। পৌর আঃলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তালুকদার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আঃলীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সদস্য তসলিম উদ্দিন তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু।
আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলি আসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, সহসভাপতি বেলাতুল ইসলাম শাওন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, পৌর আঃলীগের যুগ্ম সম্পাদক সোহেল রানা সাংগঠনিক সম্পাদক সৈনিক, পৌর কাউন্সিলর রোকনুজ্জামান, সাবেক কাউন্সিলর টাবলু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, বিশিষ্ট জন বাবু পরিমল কুমার তরফদার কাজিপুর পৌর ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মী বৃন্দ সহ পৌর আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।