ঢাকাশুক্রবার , ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে পোস্ট অফিস থেকে গার্মেন্টস কর্মীর টাকা চুরি!

যুগের কথা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যুগের কথা প্রতিবেদক  : সিরাজগঞ্জে পোস্ট অফিসের ভিতর থেকে মোছা. শাপলা খাতুন (২৪) নামের এক গার্মেন্টস কর্মীর ব্যাগ থেকে ২ লাখ ১৬ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ ফেব্র“য়ারী) দুপুরে শহরের পোষ্ট অফিসের প্রধান শাখায় এ চুরির ঘটনা ঘটে।

শাপলা খাতুন সদর উপজেলার মেছরা কামারপাড়া চরের ইদ্রিস আলীর মেয়ে ও গার্মেন্টস কর্মী।
পোস্ট অফিস ও স্থানীয়রা জানান, শাপলা খাতুন দুপুর ১টার দিকে পোস্ট অফিসে প্রবেশ করেন তিন বছর মেয়াদের একটি এফডিআরের টাকা তোলার জন্য। সকল কাগজপত্র ঠিকঠাক করে তাকে পাঁচ লাখ টাকা দেয়া হয় পোস্ট অফিস থেকে।

কিছুক্ষন পরে শাপলা পোস্ট অফিসের মধ্যে কান্নাকাটি শুরু করে। সে বলে আমি বাড়ী থেকে ২ লাখ ১৬ হাজার টাকা এনে ছিলাম এখন আর ব্যাগে টাকা পাচ্ছিনা।
পরে অনেক খোজাখুজি করে সেই টাকা আর পাওয়া যায়নি। এর আগেও এখান থেকে অনেক টাকা চুরি ও ছিনতাই হয়েছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে শাপলা থাতুন বলেন, আমি প্রধান ডাক ঘরে তিন বছর মেয়াদী ৫ লাখ টাকার একটি এফডিআর খুলে ছিলাম। সেটির মেয়াদ পুর্ন হওয়ায় টাকা তুলতে এসেছি এবং ৫ লাক টাকাও নিয়েছি।

তিনি আরও বলেন, বাড়ী থেকে আরও ২ লাখ ১৬ হাজার টাকা নিয়ে এসেছি। ওই ৫ লাখ টাকার সাথে ২ লাখ ১৬ হাজার টাকা মিলিয়ে আরেকটি ৫ বছর মেয়াদী এফডিআর একাউন্ট খুলব। কিন্তু পোস্ট অফিসের ভিতর থাকা অবস্থায় আমার ব্যাগ থেকে ২ লাখ ১৬ হাজার টাকা চুরি হয়ে গেছে। এই পোস্ট অফিসে কোন নিরাপত্তা না থাকায় আজ আমার এত বড় ক্ষতি হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দিবে বলে জানান শাপলা খাতুন।

সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের পোস্ট মান্টার মো. আব্দুল লতিফ বলেন, পোস্ট অফিসরে চারি দিকে সিসি ক্যামেরা লাগানো আছে। আমরা বারবার দেখেছি। কিন্তু চুরির কোন ফুটেজ পায়নি। তার টাকা কোথায় হারিয়েছে আমরা জানিনা। আগেও এমন ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, এর আগের ঘটনায় আমরা পুলিশকে অবগত করে ছিলাম।

এবিষয়ে সহকারী পোস্ট মাস্টার আশরাফুল ইসলাম বলেন, এখানে জনবল খুব কম। কাউন্টার ছেড়ে কোথাও যাবার সুযোগ নাই। জনবল বেশী থাকলে গ্রাহকদের নিরাপত্তা দিতে পারতাম।

সিরাজগঞ্জ সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, পোস্ট অফিস থেকে টাকা চুরির ঘটনা শুনেছি। এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।