যুগের কথা প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলার ৬নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনে সহিদুল আলম সভাপতি ও প্রকৌশলী মো.আব্দুল্লাহ আল-মামুন সাধারন সম্পাদক নির্বাচিত হয়। বুধবার (১৬ ফেব্র“য়ারী) বিকেলে ছোনগাছা বাজার গুপ্ত ভিটা মাঠ প্রাঙ্গনে সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদুল আলমের সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। প্রধান বক্তা বলেন, ছোনগাছা ইউনিয়নের সকল উন্নয়নের কাজ সমাপ্ত করা হয়েছে। অসমাপ্ত কাজ সমাপ্ত করতে জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। ছোনগাছা ইউনিয়নের আওয়ামীলীগের রাজনীতিকে স্বচ্ছতায় পরিচালনায় ত্যাগী নিষ্ঠাবান ও বঙ্গবন্ধুর আদর্শের ব্যক্তিকে নেতা নির্বাচন করতে হবে। তিনি আরো বলেন, রাজনীতিতে স্বচ্ছতার বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিজয় ছিনিয়ে আনতে দলকে আরো সুসংগঠিত করতে নেতা কর্মিদের আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন – জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, এ্যাড. বিমল কুমার দাস, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদিকা জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক গাজী আমিনুল হক, সদর থানা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তত কমিটির আহবায়ক আব্দুস সাত্তার শিকদার, সদর উপজেলা সম্মেলন প্রস্তত কমিটির আহবায়ক ও চেয়ারম্যান মো.রিয়াজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছোনগাছা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। এ সময় ইউপি সদস্য শহিদুল ইসলাম, জহুরুল ইসলামসহ জেলা আওয়ামীলীগ থানা আওয়ামীলীগ ইউনিয়ন আওয়ামীলীগ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।