সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্ত্বরে ১৫৫ বোতল ফেন্সিডিল সহ ৩মাদক ব্যবসায়ীকে আটক করেছেন সলঙ্গা থানা পুলিশ।
(২১) ফেব্রুয়ারি সোমবার রাত্রী সারে তিনটার দিকে যাত্রাবাহী বাস রিজভী ট্রাভেলস ও সাগরিকা এক্সপ্রেস অভিযান চালায়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার কাহারোল থানার সুন্দইল গ্রামের বাবুল হোসেনের ছেলে আব্দুল আল মামুন (৩০),চিরিরবন্দর থানার চাকমোসা গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহিদ হাসান(১৯),পলাশবাড়ী গ্রামের মহির উদ্দিনের ছেলে আবুল কালমকে (৩০) ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী বলেন,সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্ত্বরে হাজী ঈমান আলী মার্কেট এর সামনে ঢাকাগামী বাসষ্ট্যান্ডে মহাসড়কের উপর অস্থায়ী পুলিশ চেক পোষ্ট স্থাপন করে ঠাকুরগাঁও হতে ঢাকাগামী যাত্রাবাহী বাস রিজভী ট্রাভেলস ও সাগরিকা এক্সপ্রেস অভিযান চালায় তিনজনকে আটক করা হয়।এসম তাদের কাছে থেকে মোট (একশত পঞ্চান্ন ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।