ঢাকাশনিবার , ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এক পায়ে চমক দেখানো এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ফজলুরকে  সংবর্ধনা

যুগের কথা ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির সুমন :
মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও শারীরিক প্রতিবন্ধী ফজলুরকে কলেজ হলরুমে অনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা  ও আর্থিক অনুদান তুলে দেন বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ।
জন্মগতভাবে দুই হাত ও একটি পা নেই সিরাজগঞ্জের বেলকুচির ফজলুর। এক পা দিয়ে লিখেই এবার এইচএসসি পরীক্ষায় ২.৭৫ পেয়ে পাশ করেছেন।
সে দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। ফজলু বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের সাহেব আলী ছেলে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে সংবর্ধনা  ও আর্থিক অনুদান আনুষ্ঠানের প্রধান বক্তা অধ্যক্ষ মাসুদ রানা বলেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব প্রতিকূলতাকে জয় করা সম্ভব। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে এক পায়ে লিখে  এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ একটি অনন্য অর্জন।
এ সফলতা দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা জোগাবে। ফজলুর  উচ্চশিক্ষা ও পরবর্তী স্বপ্ন পূরণে দৌলতপুর ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ সবসময় পাশে থাকবে।

এ সময় মানবতা ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস বলেন, ফজলুর সবার অনুপ্রেরণা।তার স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনাদের মতো মানুষকে পাশে পাবো কখনো চিন্তাও করেনি। খুশিতে আমার বুকটা ভরে যাচ্ছে। আমি যেন ফজলুর  স্বপ্ন পূরণ করতে পারি। ২০১৭ সালে ফজলুর শারীরিক এ সমস্যার কথা  ফেসবুকে তুলে ধরি। পরে বিভিন্ন ব্যক্তির সহায়তায় ৭৬ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছিলাম । সেই টাকা দিয়েই লেখাপড়া করছে।

জানা যায়, দিনমজুর পরিবারের সন্তান ফজলু প্রতিবন্ধকতাকে জয় করে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে মিটুয়ানী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো ফজলু। তাকে স্কুল নিয়ে যেত ছোট বোন আসমা। সেখান থেকেই এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ- ৩.৫৬ পেয়েছিল। এছাড়া জেএসসিতে ৩.৭৫ এবং পিইসিতে ২.১৭ পেয়েছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপঅধ্যক্ষ ছানোয়ার হোসেন, বেলকুচি উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, দৌলতপুর ডিগ্রী কলেজ সকল কর্মকর্তাবৃন্দ,সেচ্ছাসেবক আবু কাশেম ও সমাদুল ইসলাম প্রমুখ।

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও শারীরিক প্রতিবন্ধী ফজলুরকে কলেজ হলরুমে অনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা  ও আর্থিক অনুদান তুলে দেন বেলকুচি উপজেলার দৌলতপুর ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ।
জন্মগতভাবে দুই হাত ও একটি পা নেই সিরাজগঞ্জের বেলকুচির ফজলুর। এক পা দিয়ে লিখেই এবার এইচএসসি পরীক্ষায় ২.৭৫ পেয়ে পাশ করেছেন।
সে দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। ফজলু বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চরগোপালপুর গ্রামের সাহেব আলী ছেলে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে সংবর্ধনা  ও আর্থিক অনুদান আনুষ্ঠানের প্রধান বক্তা অধ্যক্ষ মাসুদ রানা বলেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব প্রতিকূলতাকে জয় করা সম্ভব। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে এক পায়ে লিখে  এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ একটি অনন্য অর্জন।
এ সফলতা দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা জোগাবে। ফজলুর  উচ্চশিক্ষা ও পরবর্তী স্বপ্ন পূরণে দৌলতপুর ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ সবসময় পাশে থাকবে।

এ সময় মানবতা ও পরিবেশকর্মী মামুন বিশ্বাস বলেন, ফজলুর সবার অনুপ্রেরণা।তার স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনাদের মতো মানুষকে পাশে পাবো কখনো চিন্তাও করেনি। খুশিতে আমার বুকটা ভরে যাচ্ছে। আমি যেন ফজলুর  স্বপ্ন পূরণ করতে পারি। ২০১৭ সালে ফজলুর শারীরিক এ সমস্যার কথা  ফেসবুকে তুলে ধরি। পরে বিভিন্ন ব্যক্তির সহায়তায় ৭৬ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছিলাম । সেই টাকা দিয়েই লেখাপড়া করছে।

জানা যায়, দিনমজুর পরিবারের সন্তান ফজলু প্রতিবন্ধকতাকে জয় করে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী। বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে মিটুয়ানী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো ফজলু। তাকে স্কুল নিয়ে যেত ছোট বোন আসমা। সেখান থেকেই এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ- ৩.৫৬ পেয়েছিল। এছাড়া জেএসসিতে ৩.৭৫ এবং পিইসিতে ২.১৭ পেয়েছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপঅধ্যক্ষ ছানোয়ার হোসেন, বেলকুচি উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, দৌলতপুর ডিগ্রী কলেজ সকল কর্মকর্তাবৃন্দ,সেচ্ছাসেবক আবু কাশেম ও সমাদুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।