তাড়াশ প্রতিনিধি : মহান একুশে ফেব্র“য়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।
রাত ১২টা ১মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকার, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ার খাতুন মিনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শামীম আহমেদ আকাশ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম কবির সহ সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে সরকারি, বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও শোক পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৩- তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে আশিক, তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ বিএ, মাগুড়াবিনোদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ম্যাগনেট, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন, সমাজসেবক অফিসার মোঃ মনিরুজ্জামান প্রমূখ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।