ঢাকাশনিবার , ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আবহাওয়া
  3. আমাদের পরিবার
  4. আর্ন্তজাতিক
  5. ইসলামী জীবন
  6. এনায়েতপুর
  7. কক্সবাজার
  8. করোনা আপডেট
  9. খেলাধুলা
  10. চাকরি-বাকরি
  11. জাতীয়
  12. নাগরিক সংবাদ
  13. পাঁচমিশালি
  14. বরিশাল বিভাগ
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

যুগের কথা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

চৌহালী প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চৌহালী উপজেলা প্রশাসন,থানা পুলিশ , উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা , চৌহালী উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর।

এছাড়াও একে একে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন ।

রাত বারোটা এক মিনিটে স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের পক্ষ থেকে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা:আফসানা ইয়াসমিন ৷ চৌহালী উপজেলা পরিষদ , চৌহালী থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ৷

উপজেলা আওয়ামী লীগ ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ , ছাত্রলীগ ও উপজেলা প্রেসক্লাবসহ নানা শ্রেণী পেশার মানুষের ভালবাসায় সিক্ত হতে থাকেন শহীদরা। ফুলে ফুলে ঢেকে যায় শহীদ মিনার। এসময় উপজেলা নির্বাহী অফিসার নিবাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা , কৃষিবিদ জেরিন আহমেদ, খাষকাউলিয়া সদর ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত,নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুর আলম আনছারী ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মোল্যা, যুগ্ম সাধারণ আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মিয়া রবিউল ইসলাম ও জেলা ছাত্রলীগের সহ সম্পাদক রমজান প্রামাণিক সহওয়ার্ড ইউনিয়ন আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।